গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৬, ২০২৩, ১০:৩০ পিএম

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কাল রাতকে গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি।”

আসাদুজ্জামান খান বলেন, “আমরা সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য বিভিন্ন ব্যক্তি, রাষ্ট্র কিংবা সংস্থার কাছেও আমরা লিখিতভাবে জানিয়েছে। আশা করছি, গণহত্যার স্বীকৃতি আমরা অবশ্যই একদিন না একদিন পাবো।”

এ সময় ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিভাবে পালনের প্রচেষ্টা চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বাধীনতা ও বিজয় উদযাপনের পাশাপাশি আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে কাজ চলছে। বাংলাদেশের এই গণহত্যায় ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।”

 

এর আগে, সকাল সোয়া আটটার দিকে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ অফিসার্স মেসে আইজিপি বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। 

Link copied!