নিরাপদ সড়কের দাবি: আবারও রাস্তায় শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২১, ১২:২৩ পিএম

নিরাপদ সড়কের দাবি: আবারও রাস্তায় শিক্ষার্থীরা

পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আবারও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর রামপুরা ট্রাফিক বক্সের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়েছে। শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা হাতিরঝিলের পাশে থেকে এসে রামপুরা ট্রাফিক বক্সের পাশে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের ঠেকিয়ে দেয়। এরপর তারা রামপুরা ব্রিজের একটি অংশে অবস্থান নেয়।

ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজকের (৩ ডিসেম্বর) আন্দোলনে খিলগাঁও মডেল কলেজ, বনশ্রী মডেল কলেজ, খিলগাঁও গভর্নমেন্ট কলেজ, একরামুন্নেছা কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ, রাজধানী আইডিয়াল কলেজ ও ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করতেই পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Link copied!