রাজধানীর শেওড়াপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ মাহী বুলবুল নিহতের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মিরপুর বিভাগের ডিবির উপকমিশনার মানস কুমার পোদ্দার।
আজ বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
রবিবার ভোরে ছুরিকাঘাতে করা হয় চিকিৎসক বুলবুলকে। উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।