নতুন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২১, ০৫:৩২ এএম

নতুন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা

নিজেকে নতুন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী  বিদিশা সিদ্দিক।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বারিধারায় সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের প্রেসিডেন্ট পার্কে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটি’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিদিশা সিদ্দিক বলেন ‘আপনারা জানেন, এরিক এরশাদ, কাজী মামুন ও আমি ম্যাডাম রওশন এরশাদকে সিএমএইচে দেখতে গিয়েছিলাম। আপাকে (রওশন এরশাদ) আমি কথা দিয়ে এসেছি, পল্লিবন্ধু ও উনি যেভাবে জাতীয় পার্টিকে ভালোবাসতেন, আমিও ঠিক সেভাবেই জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে কাজ করব।’

রওশন এরশাদ এ বিষয়ে কী বলেছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিদিশা বলেন, ‘তিনি (রওশন এরশাদ) কথা বলতে পারেননি। শুধু চোখ খুলে দেখেন। তখন আমি বলেছি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। অতীতে আমার কোনো কাজে যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। এরিকের মতো সাদকেও আমি সন্তানের মতো করে দেখব। তখন ওনার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন কাজী মামুনুর রশিদ, কেন্দ্রীয় সমন্বয়ক কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব সিকদার আনিসুর রহমান, শোয়েব আহমেদ।

প্রসঙ্গত,চলতি বছরের গত ১৪ জুলাই বারিধারা প্রেসিডেন্ট পার্কে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশা সিদ্দিকীকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ পুত্র এরিক এরশাদ।

ওইদিন এরিক এরশাদ বলেন, আমার বাবা যখন অসুস্থ তখন রাতে আমার বাবাকে জিম্মি করে আমার চাচা জি এম কাদের দলের দায়িত্বে চেয়ারম্যান পদ লিখেয়ে নিয়েছেন। জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছে আমরা তাকে মানি না।

অনুষ্ঠানে সাদ এরশাদ বলেন, আমরা জঞ্জালমুক্ত থাকতে চাই। এই দিনে বাবার জন্য সবার কাছে দোয়া চাই। নতুন ঘোষিত ওই কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের আরেক পুত্র সাদ এরশাদকে।

Link copied!