নবনির্বাচিত ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২২, ০৩:৫০ এএম

নবনির্বাচিত ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

মাত্র ১৫ দিন আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে জয়ী হয়েছিলেন। কিন্তু সেই জয়ই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী সোমবার রাত সোয়া ৮টার দিকে সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কের ওপর এ ঘটনা ঘটে। 

নিহত ইউপি মেম্বারের নাম উত্তম কুমার সরকার। তিনি সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত-অশান্ত সরকারের ছেলে। 

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে সুন্দলী বাজার থেকে হরিশপুর গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। পরে তাঁর বুকে গুলি করে। গুলিটি বুক ভেদ করে বেরিয়ে গেলে উত্তম সরকার মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলির শব্দে গ্রামবাসীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানিয়েছেন, থানা-পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন উত্তম সরকার।

Link copied!