প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে মুজিববর্ষের বানানে গুরুতর ভুল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২১, ১১:৩৭ পিএম

প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে মুজিববর্ষের বানানে গুরুতর ভুল

স্বাধীনতার ৫০ বছর ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে জাতিকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে ডায়াসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শপথ পাঠ করান সেই ডায়াসে মুজিববর্ষের জায়গায় লেখা ছিল ‘মুজিবর্ষ’।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়।

শাওন মাহমুদ টিভি থেকে ভুলের বিষয়টির স্ক্রিনশট নিয়ে তার ফেসবুক ওয়ালে লিখেন, “ইভেন্ট ম্যানেজমেন্টের কোয়ালিটি কন্ট্রোল করবার কি কেউ নাই! দুই বুবুর সামনে খেয়াল করে দেখেন তো - "মুজিববর্ষ" এর জায়গায় "মুজিবর্ষ" লেখা। শুধু টাকা বানানোর জন্যই এসব ইভেন্টওয়ালারা কাজ করে, ধ্যানে জ্ঞানে শুধু টাকাই টাকা। ছবি কারিগর-টিভি থেকে স্ক্রিনশট নিয়েছি।“

https://www.facebook.com/shawan.mahmud/posts/10226625409252024

শফিকুল ইসলাম নামে একজন লিখেন, “বানান ভুলের তদারকিও কি প্রধানমন্ত্রীকেই করতে হবে! এক মানুষ আর কতো করবেন। আমাদের তো সবকিছুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন পড়ে। বানান ভুল করলে কী শাস্তি হয়?”

শতকোটি টাকা বাজেটের এই মহোৎসবে এমন ভুল কেউই মেনে নিতে পারছেন না সহজে।

Link copied!