অক্টোবর ১১, ২০২১, ০৭:৩৭ পিএম
আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশ- ভারতের মধ্যে নতুন আরও কয়েকটি ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।
সোমবার (১১ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী নিজের টুইটার হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ এবং ভারত যৌথভাবে প্রতিবেশী দুই দেশের মধ্যে যাতায়াত সহজ করতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
দোরাইস্বমীর টুইটে জানা যায়, এয়ার বাবল চুক্তির অধীনে প্রতি সপ্তাহে ফ্লাইট সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ২১টি করা হয়েছে।
এছাড়া, চিকিৎসা এবং ব্যবসায়িক উদ্দেশ্যে যাত্রা করা যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
দোরাইস্বামীর টুইটে জানা যায়, এই সিদ্ধান্ত চলতি সপ্তাহের শেষের দিকে ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।
প্রতিবেশী দু'দেশের মধ্যে 'ভ্রমণ সহজ করতে' পারস্পরিক সহযোগিতার জন্য ডিজিজিএ ইন্ডিয়া এবং সিএএবিকে ধন্যবাদ জানান তিনি।