সংবিধানে ৭০ অনুচ্ছেদ রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২১, ০৬:৫১ এএম

সংবিধানে ৭০ অনুচ্ছেদ রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না: জিএম কাদের

সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকলে কখনোই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ উপনেতা জিএম কাদের একথা বলেছেন

জিএম কাদের বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে- কথাটি আমরা দাবি হিসেবে শুনি। সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকলে দেশে কখনোই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে না।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হলে তিনি যদি-ওই দল থেকে পদত্যাগ করেন, অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তালে সংসদে তাঁর আসন শূন্য হবে।

জিএম কাদের বলেন, “জাতির পিতা দেশের সব দলের, সব মানুষের জাতির পিতা। তাকে কুক্ষিগত করে রাখতে চাইলে তার সর্বজনীন চরিত্রকে খাটো করা জাতির পিতাকে সর্বোচ্চ সম্মান দিয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে রাখতে হবে।

সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, “আমি মনে করি, আমাদের সংবিধানের অনুচ্ছেদ ১১৮-এর অধীনে যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা দরকার, যেটা আমাদের এখনো করা হয় নাই। এটা করা দরকার। ১২৬ এ আছে নির্বাহী বিভাগে নির্বাচন কমিশনকে প্রয়োজন মতো সকল সহায়তা দিতে বাধ্য থাকবে। এটি কার্যকর হলে আমি মনে করি নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করার জন্য সুযোগ সৃষ্টি হবে।

Link copied!