‘প্রধানমন্ত্রী সব সময় নারী ফুটবলারদের অনুপ্রাণিত করেন। আমরা নারী ফুটবলারদের জন্য প্রধানমন্ত্রীর কাছে জমি ও ফ্ল্যাট চাইব’, বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এমন কথা বলেন মহিলা ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। এছাড়া নারী ফুটবলারদের বেতনও বাড়তে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানা গেছে।
মহিলা ফুটবলের এমন আশ^াসে উচ্ছ্বসিত ফুটবলাররা। ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বাড়ি ঘরের জন্য সহযোগিতা করবেন, এরচেয়ে খুশীর আর কি হতে পারে।’
আরেক ফরোয়ার্ড রিতুপর্ণা চাকমার কথায়, ‘প্রধানমন্ত্রী আমাদের জন্য সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকবো। আমরাও উনার কাছ থেকে পুরস্কার নিতে চাই।’ মেয়েদের সাফে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন সাবিনা খাতুনরা। যদিও শিরোপাজয়ীদের জন্য এখনো প্রধানমন্ত্রী পুরস্কার ঘোষণা করেননি। এর আগে বয়সভিত্তিক সাফ ও এএফসি বাছাইয়ে বাংলাদেশের মেয়েরা ভালো পারফরম্যান্স করার পর প্রধানমন্ত্রী ফুটবলারদের আর্থিক পুরস্কার দিয়েছিলেন।
চ্যাম্পিয়ন সাবিনা বাহিনীর অনেক সদস্যদের বাড়ির অবস্থা জীর্ণশীর্ণ। প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের ডিফেন্ডার আঁখি খাতুনকে জমি দিয়েছেন। সেই জমি নানা জটিলতা শেষে কিছু দিন আগে বুঝে পেয়েছিলেন তিনি। সেই জমির বিষয়ে আঁখির পরিবার হুমকি পেয়েছিল। এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিষয়টি এখনো আমরা সেভাবে জ্ঞাত নই। আঁখির সঙ্গে এই বিষয়ে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’