পরবর্তী কর্মসূচীর ঘোষণা দিয়ে মাঠ ছেড়েছে নিরাপদ সড়ক ও শিক্ষার্থী হত্যার বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবী আদায়ে শুক্রবার (৩ ডিসেম্বর) আবারও রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা রাজধানীর রামপুরা ব্রীজের ওপরে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানায়। পরে দুপুর ২ টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ে তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, “নিরাপদ সড়ক ও সারা দেশে সকল শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়াসহ আমরা যে ১১টি দাবি উত্থাপন করেছি সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
তারা আরও জানায়, “যেহেতু আগামীকাল এইচএসসি পরীক্ষা আছে তাই আমরা আগামীকাল দুপুর ১২টায় রাস্তায় দাঁড়াবো আমাদের দাবির পক্ষে। আজকের মতো আমরা আমাদের কর্মসূচি শেষ করে ফিরে যাচ্ছি।”
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল ওই এলাকায়।