বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনী জাইমা রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজশাহী ও চট্টগ্রামে।
রবিবার (১২ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন, বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। বিয়ষটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।
আরও পড়ুন: ডা. মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন
এদিকে, একই অভিযোগে আরেকটি নালিশি মামলা করা হয়েছে চট্টগ্রামেও। মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল বিচারক এস কে তোফায়েল হাসানের আদালতে রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ নালিশি মামলা দাখিল করা হয়। নালিশি মামলার অপর অভিযুক্ত মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল। ফেসবুকে প্রচারিত মুরাদ হাসানের ভিডিওটি তৈরি করার অভিযোগে তার নামে এ মামলা করা হয়।
রাজশাহীতে দায়ের করা মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, “শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে যে ধরনের অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত ঘৃণ্য। এ ধরনের নারীবিদ্বেষী বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। সুবিচার পাব বলে আশা করছি।”
আইনজীবী ইসমত আরা বলেন, “ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর কথা বলার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে।”
আদালত মামলা গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরে এ ব্যাপারে আদালত আদেশ দিতে পারেন বলেও জানান ইসমত।
অপরদিকে, চট্টগ্রামে দায়ের মামলার অভিযোগে বলা হয়, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভিডিও প্রচার করেন সম্প্রতি পদত্যাগকারী প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। যার মডারেটর আরজির ২ নম্বর আসামি নাহিদ হেলাল। এ বছরের ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ডা. মুরাদ হাসানের ভেরিফাইড ফেসবুকে ওই ভিডিওটি দেখে বাদী খুবই মর্মাহত হন। মুরাদের বক্তব্য নারীর প্রতি বিদ্বেষমূলক ও সংবিধান পরিপন্থী।”
উল্লেখ্য, জাইমা রহমান যুক্তরাজ্যের লিংকনস-ইন থেকে বার অ্যাট ল করেছেন। তিনি যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।