মেক্সিকোতে ৩৭ বাংলাদেশীসহ আটক ৬০০

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২১, ১০:২৯ এএম

মেক্সিকোতে ৩৭ বাংলাদেশীসহ আটক ৬০০

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোতে ৬০০ জন অবৈধ অভিবসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (২০ নভেম্বর) বিশ্বের ১২ টি দেশ থেকে আগত এই অভিবাসীদের আটক করা হয়। এরমধ্যে ৩৭ জন বাংলাদেশীও আছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স বলছে, এসব অভিবাসনপ্রত্যাশী দুটি ট্রাকের ভেতরে লুকিয়ে ছিলেন।

মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) জানিয়েছে, আটককৃতদের বেশিরভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আটককৃতদের মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার আট জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলার ৪ জন, ইকুয়েডরের ৪ জন, ভারতের ১ জন এবং ক্যামেরুনের ১ জন। দুটি ট্রেইলারে লুকিয়ে থাকা অবস্থায় তাদরে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। তাদের হয় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে কিংবা মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে আইএনএম-এর পক্ষ থেকে।

Link copied!