জানুয়ারি ৩১, ২০২২, ০১:১৪ পিএম
বাংলাদেশে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আজ সোমবার রায় হওয়ার কথা রয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনার দেড় বছর পর কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে আজ রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সকাল থেকেই আদালত ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিচারের রায় জানতে অসংখ্য মানুষ আদালতের সামনে ভিড় করেছেন।
টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা পুলিশের গুলিতে নিহত হন ২০২০ সালের ৩১শে জুলাই।
টেকনাফ মডেল থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জন অভিযুক্ত রয়েছে এই হত্যা মামলায়। অভিযুক্ত ১৫জনই গ্রেপ্তার রয়েছে।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। তখন পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত পুরো কক্সবাজার জেলা পুলিশের প্রায় দেড় হাজার জনকে বদলী করা হয়েছিল।