প্রথমবারের মতো টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ আয়োজন করেছে দুইদিনব্যাপী সাহিত্য উৎসব। ১৬ ও ১৭ অক্টোবরের এই আয়োজনে থাকছে সমকালীন সাহিত্যের নানাবিধ দিক নিয়ে আলোচনা, বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পরিচালক। উৎসব উদ্বোধনী হয় র্যালীর মাধ্যমে।
দুইদিনব্যাপী এই উৎসবে থাকছে সাহিত্য কুইজ প্রতিযোগিতা, সাহিত্যবিষয়ক বিশিষ্ট ব্যক্তিদের একাধিক আলোচনা পর্ব, স্বরচিত প্রবন্ধ ও কবিতা পাঠ, সাহিত্যবিষয়ক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিশেষ আয়োজন হিসেবে থাকছে ‘বইমেলা’।
সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই উৎসব।