সমরেশ মজুমদার গুরুতর অসুস্থ, আছেন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২৩, ০৮:৫৫ এএম

সমরেশ মজুমদার গুরুতর অসুস্থ, আছেন আইসিইউতে

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুসফুস ও শ্বাসনালী সংক্রমণসহ রক্তে কার্বনডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

জানা গেছে, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যায় ভুগছেন তিনি।

শনিবার সন্ধ্যায় সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার গণমাধ্যমকে জানান, 'গত দুইদিন কেবিনেই রাখা হয়েছিল বাবাকে। কিন্তু আজ বিকেলে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) নেওয়া হয়েছে। চিকিৎসকরা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত এই সাহিত্যিক এপার বাংলাতেও বিপুল জনপ্রিয়। ৭৯ বছর বয়সি এই সাহিত্যিকের অসুস্থ হওয়ার খবরে সাহিত্যিক পরিমণ্ডলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন গুণগ্রাহীরা। 

Link copied!