ছত্রাকে বিবর্ণ গোলাপ গ্রাম, দিশেহারা চাষীরা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৪:১২ এএম

ছত্রাকে বিবর্ণ গোলাপ গ্রাম, দিশেহারা চাষীরা

ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি উৎসব ও দিবস থাকায় ফুলচাষীরা এই সময় পর্যন্ত ফুল সংরক্ষণ করে রাখতে চায়। কিন্তু হঠাৎ ছত্রাকের আক্রমণে চলতি সময়ে ৯০ শতাংশ গোলাপফুলের উৎপাদন কমে গিয়েছে। যার ফলে প্রায় ৩০ থেকে ৩২ কোটি টাকার সম্মুখীন হয়েছে চাষীরা। 

প্রভাব পড়েছে দামে

ছত্রাকে গোলাপ চাষ কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে পাইকারি হিসেবে গোলাপ প্রতি ১০ টাকা দরে বিক্রি হয়েছে। যা অন্য সময়ে ২ টাকা দরে হতো। এছাড়া ফেব্রুয়ারি মাস ব্যতীত ০.৫০ পয়সা থেকে ১ টাকা দরে বিক্রি হতো।

বিরুলিয়ার শ্যামপুরের গোলাপ চাষী আকতার হোসেন বলেন, গত ১২ তারিখ আমার বাগান থেকে দুই হাজার ফুল যাওয়ার কথা কিন্তু বিক্রি করতে পেরেছি মাত্র ১২০ টি। যে বাগান এখন গোলাপের রঙে রঙিন থাকার কথা, ছত্রাকের আক্রমণে যে তা বিবর্ণ। আবুল হোসেনের মতোই একই দশা সাভারের এমন শত শত গোলাপ চাষির। তারা সবাই বলছেন, তাদের এখন পথে বসার দশা।

আবাদের জমি বৃদ্ধিতে ক্ষতি বেশি 

কৃষি অফিস সূত্রে জানা গেল, গত কয়েক বছরের তুলনায় এবারে গোলাপের আবাদ হয়েছে আগের চেয়ে বেশি জমিতে। সাভার উপজেলা কৃষি অফিস থেকে জানা গেল, শ্যামপুর, মৈস্তাপাড়া, সাদুল্লাপুর, বাগনীবাড়ি, ভবানীপুর ও বিরুলিয়াসহ ওই অঞ্চলের বিভিন্ন গ্রামে এ বছর প্রায় ২৭৫ হেক্টর জমিতে গোলাপের চাষ হচ্ছে। ফলে এ বছরই ছত্রাক হানা দেওয়ায় ক্ষতির পরিমাণও বেশি। কৃষিবিদ মোজাম্মেল হক জানালেন, এখন পর্যন্ত এ বছর ছত্রাকের কারণে গোলাপ চাষিদের ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা।

Link copied!