আন্তর্জাতিক পরিমাপের প্রয়োগ নেই দেশে

শাহিদা খান তোড়া

মে ২১, ২০২১, ০২:৩৯ এএম

আন্তর্জাতিক পরিমাপের প্রয়োগ নেই দেশে

নিউমার্কেটের কাপড়ের দোকানে মিটারের হিসেবে কাপড় কিনতে চাইলেই ভ্রু কুঁচকে উঠল দোকানী। মিটারের জন্য কোন মাপকাঠি নেই। বরং গজ ও ফুট হিসেবেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। যদিও দেশের আইনে দৈর্ঘ্যর একক মিটার উল্লেখ করা রয়েছে। কিন্তু তার বাস্তব প্রয়োগ নেই কোথাও।

বিশ্ব মেট্রোলজি বা পরিমাপ দিবস

সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর প্রত্যয় নিয়ে প্রতিবছরের মতো এ বছরও পালন হতে যাচ্ছে বিশ্ব মেট্রোলজি দিবস। প্রতিবছরের ২০ মে এই দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘সুস্বাস্থ্যের জন্য পরিমাপ’।

Metrology

সনাতনী পদ্ধতিতেই চলে বেশিরভাগ পরিমাপ। ছবি : আসিফ ইফতেখার

সুস্বাস্থ্যের জন্য পরিমাপের গুরুত্ব তুলে ধরে এ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে আজ বৃহস্পতিবার (২০ মে)।

গ্রাহক পর্যায়ে সচেতনতা নেই

ওজন ও পরিমাপের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সচেতনতা কম রয়েছে। সম্প্রতি তরমুজ ক্রয়ের ক্ষেত্রে এই বিষয়টি পরিলক্ষিত হয়েছে। পিস হিসেবে কিনে তা কেজি দরে বিক্রি করায় চড়া দামে গ্রাহককে কিনতে হয়েছে। প্রশাসনিক পর্যায়ে কিছু পদক্ষেপ নেয়া হলেও তার সুফল গ্রাহকরা পায়নি।

সূক্ষ প্রতারণা চলে অনেক খাতে

পরিমাপের ক্ষেত্রে অনেক খাতে চলে সুক্ষ প্রতারণা। বর্তমানে ইটভাটায় ইটের পরিমাপ কমিয়ে বিক্রি করা হচ্ছে। যার ফলে নির্মান খাতের এর নেতিবাচক প্রভাব পড়ছে। সম্প্রতি রাজশাহীতে ৬৪ টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে নির্ধারিত মাপের চেয়ে কম মাপে ইট বিক্রি করা।

brick

আকার কমিয়ে ইট প্রস্তুত করছে অনেকে

এছাড়া মিটারের ৩৯ ইঞ্চির বেশি কাপড় থাকে। সেই কাপড় গ্রাহকদের কাছে গজ হিসেবে ৩৬ ইঞ্চি করে বিক্রি করা হয়। এ ক্ষেত্রে প্রতিবার অন্তত তিন ইঞ্চি কাপড় থেকে বঞ্চিত হচ্ছে গ্রাহকরা।

স্থানীয় পরিমাপের প্রচলন বেশি

নিউমার্কেটের কাপড় ব্যবসায়ী আলী হোসেন দ্য রিপোর্টকে জানান, সাধারনত টেইলার্সে কোন জামা বানাতে আড়াই গজ কাপড় লাগে। এই হিসেবেই গজের পরিমাপ চলে আসছে। মিটারের ক্ষেত্রে সেখানে দুই মিটারের একটু বেশি প্রয়োজন। দুই মিটারের বাড়তি নিয়ে গ্রাহক পর্যায়ে দ্বিধা থাকায় গজ পদ্ধতিতেই বিক্রি হচ্ছে।

সচেতনতা ও আইনী প্রয়োগের অভাব

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দেশে অনেক খাতে পরিমাপের হেরফেরে গ্রাহকরা প্রতারিত হচ্ছে। যদিও এর আইন আছে কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এক্ষেত্রে আগে সচেতনা ও পরিমাপের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, কয়েকদশক থেকে চলে আসা পরিমাপ হুট করে বদলাতে হলে আইনের প্রয়োগের চেয়ে সচেতনতা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরী। অনেকক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সঠিক পরিমাপের বিষয়ে অবগতই নয়।

Link copied!