আলিশা মার্টসহ ৭ ই-কমার্সের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১, ২০২১, ০১:৫৪ এএম

আলিশা মার্টসহ ৭ ই-কমার্সের ব্যাংক হিসাব তলব

দেশের ই-কমার্স প্লাটফর্মগুলোর ব্যাপারে গ্রাহকদের অভিযোগ পুরনো। অসংখ্য অভিযোগ জমা হয়ে আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। সম্প্রতি কয়েকটি ঘটনায় বিষয়টা আবারও আলোচনায় এসেছে। অন্তত ৬টি ব্যাংক তাদের গ্রাহকদেরকে নির্দিষ্ট ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করার নির্দেশনা দিয়েছে। এবার ব্যাংক হিসাব তলব করা হয়েছে ৭ প্রতিষ্ঠানের।

নাম নেই ইভ্যালির

অবশ্য ইভ্যালি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও এই ৭ প্রতিষ্ঠানের তালিকায় তার নাম নেই। যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সেগুলো হলো- অ্যালিশা মার্ট, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম। ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। গতকাল (২৯ জুন) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।

তদন্ত চলছে অনেকের বিরুদ্ধে

দেশের অনলাইন শপগুলোর ঝুঁকিপূর্ণ লেনদেনের প্রসঙ্গটি অনেক আগে থেকেই আলোচিত। অর্থ পরিশোধ করার পর পণ্য বুঝিয়ে দিতে দেরি করা, মানহীন পণ্য গছিয়ে দেয়া, এক পণ্যের পরিবর্তে অন্য পণ্য দেয়া-এই বিষয়গুলো উঠে এসেছে একাধিক পর্যবেক্ষণে। ইতোপূর্বে সরকারের পক্ষ থেকে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে।

Link copied!