ইভ্যালিসহ ১০ ই কমার্সে চার ব্যাংকের কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২১, ০৪:৫৭ পিএম

ইভ্যালিসহ ১০ ই কমার্সে চার ব্যাংকের  কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ করেছে ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক। এর আগে ব্র্যাক ব্যাংকও এই ১০ প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধ করে। এছাড়া সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) কার্ড দিয়ে লেনদেনে ভোক্তাদের সতর্ক করে দিয়েছে। 

অন্য ই কমার্সগুলো কি কি

ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংকের নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো-ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি। বৃহস্পতিবার গ্রাহকদের এক এসএমএস বার্তায় ঢাকা ব্যাংক জানিয়েছে, ব্যাংক কার্ড গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে কিছুসংখ্যক অনলাইন মার্চেন্টে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্ড লেনদেন বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে দুই ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা জানান, এটি সাময়িক পদক্ষেপ। আজ বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে। সেখানে ইতিবাচক সিদ্ধান্ত আসলে আজ রাতেই সেবা চালু করা হতে পারে।

আগেই সতর্ক ব্রাক ও সিটি ব্যাংক

এদিকে গত বুধবার (২৩ জুন) এই সকল সাইট থেকে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্র্যাক ব্যাংক। সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) কার্ড দিয়ে লেনদেনে ভোক্তাদের সতর্ক করে দিয়েছে। 

Brac bank

Link copied!