সেপ্টেম্বর ১১, ২০২২, ০৯:০৯ পিএম
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবারও সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে এ পণ্য বিক্রির কার্যক্রম শুরু হবে।
এই কার্যক্রমের মাধ্যমে একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার বোতল সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
রবিবার সকালে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।
বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তপন কান্তি ঘোষ বলেন, “টিসিবির মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। প্রতি মাসেই পণ্য দেওয়া হবে।”
মাসে একবার করে পণ্য দিতে বছরে প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হয় উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব আরও বলেন, “সব দিক চিন্তা করে ও টিসিবির সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে মাসে ২ বার পণ্য দেওয়া যায় কিনা মন্ত্রাণলয় সেটা দেখবে।”
এর আগে, গতকাল শনিবার টিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ফ্যামিলি কার্ডধারীদের জন্য সেপ্টেম্বরের বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রম ডিলারের দোকান/নির্ধারিত স্থান থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তাদের নির্ধারিত তারিখে বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে।