৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন। সোমবার (২৯ জুলাই) বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান পিএসসি`র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
মতিউর রহমান জানান, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এছাড়া ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ১১ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭ জন, সমবায়ে ৮ জন, ডাকে ২৩ জন, তথ্যে ১০ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, বাণিজ্যে ৬ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, খাদ্যে ৩ জন এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
এ ছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও স্থগিত হতে পারে বলে জানা গেছে।