৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

ক্যারিয়ার ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৩, ০৫:৫০ পিএম

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

টানা অবরোধের মধ্যে স্থগিত করা হয়েছে পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা।

আগামী ২৭ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার আগে শুক্রবার বিকালে পরীক্ষা স্থগিতের খবর দিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

২৭ নভেম্বর (সোমবার) পরীক্ষা শুরুর সূচি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলগুলোর চলমান হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন একদল পরীক্ষার্থী।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

Link copied!