ভিডিও এডিটর পদে নিয়োগ দিচ্ছে দ্য রিপোর্ট ডট লাইভ

ক্যারিয়ার ডেস্ক

নভেম্বর ৭, ২০২৪, ০৩:৪৪ পিএম

ভিডিও এডিটর পদে নিয়োগ দিচ্ছে দ্য রিপোর্ট ডট লাইভ

ভিডিও এডিটর পদে জনবল নিয়োগ দিচ্ছে অনলাইন সংবাদমাধ্যম দ্য রিপোর্ট ডট লাইভ।

 

পদের নাম  :  ভিডিও এডিটর

কাজের ধরন : ফুলটাইম

পদ সংখ্যা: ২টি

বয়স: ২৪ থেকে ৩৫ বছর

কর্মস্থল : বাংলামটর, ঢাকা

বেতন: ২০,০০০ - ২৮,০০০ টাকা

 

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা, ব্যাচেলর/অনার্স

 

অভিজ্ঞতা:

আগ্রহী প্রার্থীদের এই পদের জন্য ন্যূনতম ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রনিক মিডিয়া, টিভি বা অনলাইন সংবাদপত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।

 

দায়িত্বসমূহ:

• ফুটেজ এডিটিং ও গুণগত মা্নসম্পন্ন ভিডিও তৈরি করা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ উপযোগী করে তোলা।

• কপিরাইট-মুক্ত  সাউন্ড, ফুটেজ   নিশ্চিত করা, কপিরাইট আইন এবং প্ল্যাটফর্মের নীতিমালা সম্পর্কে  আপডেট থাকা এবং নিশ্চিত করা যে, কনটেন্ট কপিরাইট আইন মেনে তৈরি করা হয়েছে। 

• কপিরাইট-মুক্ত রিসোর্স গুলো আর্কাইভ করে রাখা (মিউজিক, সাউন্ড ইফেক্ট, ভিডিও ক্লিপ, ফুটেজ, ইমেজ ইত্যাদি)।

• বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক অ্যাসপেক্ট রেশিও, ক্যাপশন এবং রেজোলিউশন সঠিকভাবে নিশ্চিত করা (যেমন- ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি)।

• ভিডিও এর গুণমান নিশ্চিত করতে  ভিজ্যুয়াল ইফেক্ট, ট্রানজিশন, কালার গ্রেডিং এবং অন্যান্য পোস্ট-প্রোডাকশন টেকনিক ব্যবহার করা।

• প্রয়োজনে মৌলিক মোশন গ্রাফিক্স এবং ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করা , যাতে তা ভিডিও ও তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। 

• মিডিয়া ফাইল ফোল্ডারগুলোর সঠিকভাবে সংকলন এবং ব্যাকআপ নিয়ে রাখা।

• ক্যামেরা অপারেশন, ক্যামেরা সেটিংস, ফ্রেমিং এবং লাইটিং সম্পর্কে মৌলিক ধারণা থাকলে এবং  ভিডিও শুটিং,  কম্পোজিশন ও শট সিলেকশন-এর অভিজ্ঞতা থাকলে অবশ্যই প্লাস পয়েন্ট হিসেবে গণ্য করা হবে।

 

অন্যান্য যোগ্যতাসমূহ:

১. উইন্ডোজ, ম্যাক উভয় অপারেটিংয়ের ওপর ধারণা থাকতে হবে।

২. ভিডিও ও অডিও এর মান নির্ণয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

৩. কালার গ্রেডিং এবং কালার ব্যালেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে।

৪. মোশন গ্রাফিক্স ফটোশপ, ইলাস্ট্রেটর ও এডোবি আফটার ইফেক্টস এ অভিজ্ঞতা থাকতে হবে।

৫. কন্টেন্ট হেড ,প্রোডিউসার এবং টিম মেম্বারদের সাথে সমন্বয় করে চাহিদা মাফিক ডেটলাইনের মধ্যে মানসম্পন্ন ভিডিও তৈরি করতে হবে।

৬.বিভিন্ন ক্যামেরার ভিডিওর কোড সম্পর্কে ধারণা থাকা।

৭.চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।

 

বেতন ও অন্যান্য সুবিধাসমূহ:

বার্ষিক বেতন বৃদ্ধি

উৎসব ভাতা: বছরে ২টি।

ছুটি: সাপ্তাহিক ১টি।

উৎসব বোনাস: ২টি

  

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে সিভি ইমেইল করতে হবে।

ইমেইল: hr@thereport.live   অথবা বিডিজবস এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক:  

 

 

Link copied!