দাখিল পরীক্ষা শুরু হচ্ছে ১৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৩:৩৬ এএম

দাখিল পরীক্ষা শুরু হচ্ছে ১৪ নভেম্বর

আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে দাখিল পরীক্ষা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২১ সালের দাখিল পরীক্ষারি এই সময়সূচি ঘোষণা করেছে। করোনা মহামারিতে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকার পর এই প্রথম কোন পাবলিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো।

সময়সূচিতে বলা হয়, আগামী ১৪ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট তিন দিন অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দাখিল পরীক্ষার সময়সূচী: দাখিল পরীক্ষার ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৪ নভেম্বর প্রথম দিনে অনুষ্ঠিত হবে কোরআন মাজিদ ও তাজভিদ এবং পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা। ১৮ নভেম্বর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে হাদিস শরিফের পরীক্ষা। এবং ২১ নভেম্বর তৃতীয় অর্থাৎ শেষ দিনে অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস, রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কোরআন গ্রুপ)।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, এখানে চারটি গ্রুপের বিষয় আছে। কিন্তু একেকটি গ্রুপের একজন পরীক্ষার্থীকে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা বলা হয়েছে:

 ১. করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৩. পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।

৪. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, মহামারি করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দফায় দফার বন্ধ বাড়িয়ে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়।

Link copied!