ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৪:০৩ পিএম
শিক্ষার্থীদের উপর 'পরীক্ষার বোঝা’ কমানোর কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট বাদ দিয়ে বিভাগ পরিবর্তনে অন্য ‘কৌশল’ প্রণয়ন করা হচ্ছে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বিশেষ সভা শেষে এই কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এই বিশেষ সভা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।
কৌশল খুঁজছে কর্তৃপক্ষ
উপাচার্য বলেন, ‘কৌশল বের করতে হবে কীভাবে বিজ্ঞানের শিক্ষার্থীরা কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় আসতে পারেন। একই সঙ্গে কলার শিক্ষার্থী কীভাবে ব্যবসায় শিক্ষায় যেতে পারেন অথবা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী কীভাবে কলায় আসতে পারেন। সবাই কিন্তু সব জায়গায় পারেন না। শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরা কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় আসতে পারেন। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা শুধু কলা ও সামাজিক বিজ্ঞানে আসতে পারেন। কলার শিক্ষার্থীরা পারেন শুধু ব্যবসায় শিক্ষায় যেতে। এ জন্য আমাদের একটি নীতি ও কৌশল বের করতে হবে, তাহলে একটি পরীক্ষার বোঝা কমাতে পারব। পাঁচটি থেকে আমরা চারটি ইউনিটে চলে আসতে পারব। সেই সিদ্ধান্ত আছে, এখন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি অনুমোদিত হলে আমরা তা বাস্তবায়ন করব।’
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান বলেন, আমি মনে করি এটি একটি ভালো সিদ্ধান্ত৷ এছাড়াও সভায় আসন পূনর্বিন্যাসের বিষয়ে পূর্বের সুপারিশ পর্যালোচনা করে নতুন একটি সুপারিশ প্রণয়ন করা হয়। যা আগামী একাডেমিক কাউন্সিলে আলোচনা হবে বলে জানা যায়।