১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৩, ২০২১, ০৬:৪৫ পিএম

১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

আগমী ১২ সেপ্টেম্বর থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপরে চাঁদপুর সদরের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজনে ১২ বছরের ওপরে থাকা শিশুদেরও টিকার আওতায় আনা হবে।  

গত ২৪ আগস্ট এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছিলেন। সংক্রমণের হার কমলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন।  

করোনাভাইরাসের কারণে ২০২ সালের ১৭ মার্চ বন্ধ করে দেওয়া হয় দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এর পর কয়েক দফা চেষ্টা করেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা সম্ভব হয়নি।

Link copied!