৩ দিনের ছুটিতে সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১১:৩৩ এএম

৩ দিনের ছুটিতে সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড়

টানা তিন দিনের ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়।

শুক্র-শনিবারের সাথে ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে। রিসোর্টে জায়গা না পেয়ে অনেক পর্যটক খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে রাত কাটিয়েছেন।

জানা গেছে, টানা বন্ধের সময়কে কেন্দ্র করে প্রায় মাসখানেক আগে থেকেই সাজেকের হোটেল-মোটেলগুলো বুকিং হয়ে যায়। এবারের টানা তিনদিনের বন্ধ শুরু হওয়ার পরপরই প্রচুর পরিমাণে পর্যটক সাজেকে গেছেন। অনেকেই অ্যাডভান্স বুকিং না করেই সাজেকে গিয়েছেন, তাই রুম না পেয়ে কষ্ট করতে হয়েছে।

সাজেক মেঘকাব্য রিসোর্টের ব্যবস্থাপক আদিব চাকমা বলেন, আমার জানামতে মোটামুটি বেশিরভাগ পর্যটকই রুম পেয়েছেন। যারা পাননি তাদের জন্য রিসোর্ট কটেজ মালিক সমিতি মাইকিং করে ক্লাব ঘরে এবং মন্দিরে থাকার ব্যবস্থা করেছেন। বর্তমানে দুই হাজারেরও বেশি পর্যটক সাজেক আছেন, আজকে আরও আসবে। আমাদের রিসোর্টের সবকটি রুম বুকিং আছে। পর্যটকের চাপ আরও বাড়তে পারে।

সাজেক রুইলুই ভ্যালির রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, রুইলুই ভ্যালিতে বর্তমানে ১১২টি রিসোর্ট-কটেজ রয়েছে। এসব রিসোর্ট-কটেজগুলোয় চার হাজারের বেশি অতিথি থাকতে পারেন। গত মঙ্গলবার থেকে এসব কটেজের সব কক্ষ আগাম বুকিং হয়ে যায়।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর বড়দিনের ছুটিতে রিসোর্ট-কটেজে কক্ষ না পেয়ে শত শত পর্যটক রাস্তায়, বারান্দায় ও স্টোর রুমে রাত কাটিয়েছিলেন।

Link copied!