নাইজেরিয়ায় তিন শতাধিক ছাত্রীকে অপহরণ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:৪১ এএম

নাইজেরিয়ায় তিন শতাধিক ছাত্রীকে অপহরণ

আবারও নাইজেরিয়ায় স্কুলছাত্রীদের অপহরণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তিন শতাধিক স্কুলছাত্রীকে এবার অপহরণ করা হল। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের একটি স্কুলের ডরমেটরিতে ঢুকে অজ্ঞাতনামা বন্দুকধারীরা ৩১৭ জন ছাত্রীকে তুলে নিয়ে যায় বলে পুলিশ জানায়। তবে এ অপহরণের দায় কেউ স্বীকার করেনি।

জামফারা প্রদেশের তথ্য কমিশনার সুলেয়মান তানাউ আনকা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, জাঙ্গেবে গ্রামের সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে, তা হলো মধ্যরাতে তারা (বন্দুকধারীরা) গাড়ি নিয়ে এসে ছাত্রীদের তুলে নিয়ে গেছে। কিছু ছাত্রীকে হাঁটিয়ে নিয়ে গেছে।’ নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফও এ অপহরণের ঘটনা নিশ্চিত করেছে। তারা বলেছে, তিন শতাধিক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। সংস্থাটির নাইজেরিয়ার প্রতিনিধি পিটার হাউকিন্স বলেছেন, ‘নাইজেরিয়ায় স্কুলছাত্রীদের ওপর আরেকটি নৃশংস হামলায় আমরা খুবই ক্ষুব্ধ ও ব্যথিত।’

সূত্র: রয়টার্স ও এএফপি।

Link copied!