আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালেবানকে চাওয়ায় ভেস্তে গেলো সার্কের বৈঠক। ভারতীয় বার্তাসংস্থা এএনআই বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতি বছর জাতিসংঘের সাধারণ সভার পর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর বৈঠক হয়। চলতি বছর নেপাল ছিল এই বৈঠকের আয়োজক। সভায় আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালেবানকে চায় পাকিস্তান। কিন্তু সেই দাবির সঙ্গে সংস্থার অন্যান্য সদস্য দেশ না হওয়ায় আগামী শনিবার থেকে নিউইয়র্কে বৈঠক হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।
সার্কের বেশিরভাগ সদস্য দেশ চেয়েছিল চলতি বছরের বৈঠকে আফগানিস্তানের আসনটি খালি থাক। কিন্তু তাতে পাকিস্তান রাজি না হওয়ায় বৈঠক ভেস্তে গেছে।
আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর ভারত সেই সরকারকে স্বীকৃতি দেয়নি। অন্য সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশও এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
উল্লেখ্য, সার্কভুক্ত ৮ টি দেশ হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।