ভোটের প্রচারে নানা নাটকীয়তা এবং দুইবার নিজের ওপর হামলার পর অবশেষে প্রতিদ্বন্দ্বীকে বিপুল ব্যবধানে পেছনে ফেলে অপ্রত্যাশিত এক জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এখনো আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফলে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট ঘোষণা করা না হলেও ফক্স নিউজ পূর্বাভাস দিয়েছে, তিনি হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। উত্তর ক্যারোলিনা, উইসকনসিন, পেনসিলভানিয়া এবং জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে অত্যাশ্চর্য বিজয়ের পরে, প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট ট্রাম্প পেরিয়ে গেছেন।
স্বাভাবিকভাবেই খুব বড় অঘটন না ঘটলে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের জয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বুধবার ফ্লোরিডার পাম বিচে ভাষণ দিয়েছেন তিনি।
স্ত্রী মেলানিয়াকে পাশে নিয়ে তিনি বলেন, বিশ্বে আবার মহান হবে মার্কিন যুক্তরাষ্ট্র। সমালোচকদের ভুল প্রমাণ করে আমরা জয়ী হতে চলেছি। আমেরিকা অভূতপূর্ব এবং শক্তিশালী রায় দিয়েছে। আমরা সব সমস্যার সমাধান করবো এবং আবার আমেরিকার সোনালি যুগ ফিরিয়ে আনবো।
নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে সেই কথা আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেন, আমরা সীমান্ত বন্ধ করবো। অনুপ্রবেশ বন্ধ করা হবে।
এ সময় নিজের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কেও ভক্তদের ধারণা দেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, আমি প্রতিটি দিন আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য লড়়াই করবো। আমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আমি আপনাদের হয়ে লড়াই করবো।
আরও পড়ুন: ভোটের ফল আসা শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-কমলা
নিজের রাজনৈতিক সাফল্যের জন্য পরিবার, বিশেষত স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান ট্রাম্প। মঞ্চে ছিলেন ট্রাম্পের রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভ্যান্স। তিনি বলেন, এই ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রায় বিরল।
এবার ফল ঘোষণার শুরতেই মার্কিন রাজনীতির গুরুত্বপূর্ণ নাত রাজ্য বা ‘সুইং স্টেট’-এর দিকে তাকিয়ে ছিলো পুরো বিশ্ব। কারণ এগুলির ফলের উপরেই নির্ভর করেছিলো, কে যাবেন হোয়াইট হাউজে। এসব প্রদেশে সিংগভাগেই ট্রাম্পের বজয়ে খবর আসছে।