শুক্রবার মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ১২:৩০ পিএম

শুক্রবার মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল শুক্রবার হোয়াইট হাউসে নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ পরিকল্পনার কথা জানান। চলতি মাসের শুরুতে মেয়র নির্বাচিত হওয়ার পর এটাই দুজনের প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি নিশ্চিত করেছিলেন যে তাঁর দল হোয়াইট হাউসের সঙ্গে বৈঠক আয়োজনের বিষয়ে যোগাযোগ করেছে। তিনি বলেন, ‍‍`আমরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছি। নিউইয়র্কবাসীর কাছে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করার জন্য আমার দল এ পদক্ষেপ নিয়েছে। প্রতিশ্রুতি পূরণের জন্য আমি যেকোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করতে প্রস্তুত।‍‍`

ট্রাম্প তাঁর পোস্টে দাবি করেন, নিউইয়র্ক শহরের কমিউনিস্ট মেয়র বৈঠকের অনুরোধ করেছেন এবং ২১ নভেম্বর শুক্রবার ওভাল অফিসে আলোচনা করার বিষয়ে সম্মতি হয়েছে।

নবনির্বাচিত মেয়রের মুখপাত্র ডোরা পেকেকও বৈঠকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রথা অনুযায়ী নবনির্বাচিত মেয়র প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন, যেখানে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও সাশ্রয়ী জীবনযাপনের বিষয়গুলো আলোচনায় আসবে।

গত কয়েক মাস ধরে ট্রাম্প ও মামদানির মধ্যে তীব্র বিরোধ চলছিল। ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানি জয়ী হওয়ার পর ট্রাম্প তাঁকে ‍‍`ছোট্ট কমিউনিস্ট‍‍` বলে আক্রমণ করেন এবং নিউইয়র্কবাসীকে তাঁর বিরুদ্ধে ভোট দিতে উৎসাহিত করেন। এমনকি তিনি হুমকি দেন, মামদানি জিতলে নিউইয়র্ক শহরের জন্য ফেডারেল তহবিল কমানো হবে।

অন্যদিকে নিজের বিজয় ভাষণে ট্রাম্পকে উদ্দেশ করে মামদানি বলেন, ‍‍`ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি, আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ বলার আছে—আওয়াজ বাড়ান।‍‍`

Link copied!