তালেবানের সাথে সম্পর্ক উন্নয়নে একমত এরদোয়ান ও পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২১, ০৮:৫০ পিএম

তালেবানের সাথে সম্পর্ক উন্নয়নে একমত এরদোয়ান ও পুতিন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভ্লাদিমিরি পুতিনের প্রতি। রবিবার (২২ আগস্ট) তিনি রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি আফগানিস্তানের নতুন শাসকদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ‘পর্যায়ক্রমিক’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ।  

রাশিয়ার প্রেসিডেন্টের সাথে টেলিফোনে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেন, ‘তালেবানদের শক্ত শর্ত দেওয়ার পরিবর্তে তাদের সাথে আলোচনার পথ খোলা রাখতে হব ‘। তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে দেওয়া এক বার্তায় এসব জানানো হয়। এসময় তুরস্কের প্রেসিডেন্ট তালেবানের সঙ্গে সাবেক আফগান সরকারের কর্মকর্তাদের আলোচনাকে স্বাগত জানিয়ে একে, ‘আশাপ্রদ’ বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত তালেবান মধ্যপন্থা অবলম্বন করার যেসব বার্তা দিয়েছে সেগুলো আমরা ইতিবাচকভাবে দেখছি। কিন্তু সামনের দিনগুলোতে তাদের কথায় নয়, কাজে প্রমাণিত হবে তারা কেমন?

তুরস্ক ও রাশিয়া আফগানিস্তানে যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়, ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে। বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতাই আলোচনাকালে আফগানিস্তানে ‘সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থানের’ প্রতি জোর দিয়ে দেশটিতে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করার দৃঢ় ইচ্ছা ব্যক্ত করেন।

উল্লেখ্য, কাবুলে তুরস্কের এখনো বেশ কয়েক’শ সেনা রয়ে গেছে। যারা মার্কিন বাহিনীর পাশাপাশি কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে।

সূত্র: ব্লুমবার্গ 

Link copied!