সুয়েজ খালে আটকে পড়া কনটেইনার জাহাজ ‘দ্য এভার গিভেন’ উদ্ধারে নতুন অভিযান শুরু হয়েছে।
খাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার জোয়ারের পানির গতিকে কাজে লাগিয়ে আটকে পড়া এভার গিভেনকে উদ্ধার করতে ১৪টি টাগবোট (শক্তিশালী উদ্ধারকারী জাহাজ) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার, সুয়েজ খালে আটকে পড়ে বিশ্বের অন্যতম বিশাল এই কনটেইনার জাহাজ। এর ফলে সেখানে আটকা পড়েছে আরও অন্তত ৩০০ জাহাজ। গন্তব্যে পৌঁছাতে আফ্রিকার দিকের বিকল্প পথও ধরেছেন অনেকে।
শুক্রবার, ড্রেজারের সাহায্যেআটকে পড়া জাহাজের তলা থেকে ২০ হাজার টন বালু সরানো হয়েছে।
শনিবার সুয়েজ খাল অথোরিটি (এসসিএ) চেয়ারম্যান ওসামা র্যাবাই জানিয়েছেন, জাহাজকে স্থিতিশীল রাখতে মজুদ থাকা ৯ হাজার টন পানি সরানো হয়েছে যাতে, কিছুটা হলেও হালকা হয় এভার গিভেন।
র্যাবাই বলছেন, শুক্রবার রাত থেকেই জাহাজ উদ্ধারে পদক্ষেপ নেওয়া হয়েছে। আবারও কাজ করতে শুরু করেছে জাহাজের রাডার ও প্রপেলার। তিনি জানান, তীব্র স্রোত আর বাতাসের কারণে ব্যহত হচ্ছে উদ্ধার তৎপরতা। তবে, কবে নাগাদ মুক্ত হবে এভার গিভেন সে সম্পর্কে স্পষ্ট কিছুই বলতে পারেননি ওই কর্মকর্তা।