‘আরসা’র সামরিক কমাণ্ডার নূর মোহাম্মদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৩, ০৩:৩৩ পিএম

‘আরসা’র সামরিক কমাণ্ডার নূর মোহাম্মদ গ্রেফতার

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

কক্সবাজারের টেকনাফ থেকে ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী হাফেজ নূর মোহাম্মদসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে।

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী কুতুপালং বাস্ত্যুচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি টিম। এসময় আরও পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করে র‌্যাব।

গতকাল শুক্রবার দিবাগত রাতে টেকনাফের শামলাপুর ও বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরসার শীর্ষ সন্ত্রাসী হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘আরসা’ সন্ত্রাসীদের গ্রেপ্তারে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র‌্যাবের অভিযান চলছে।

তিনি জানান, সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী হাফেজ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে শামলাপুর-বাহারছড়ার গহিন পাহাড়ি এলাকায় অভিযানে নেমে আরও ৫ জন ‘আরসা’ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে ( কক্সবাজার) সাংবাদিকদের ব্রিফ করবে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার নূর মোহাম্মদ মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার। উখিয়া কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ‘আরসা’র সামরিক কমাণ্ডার হিসেবে কাজ করতেন তিনি। নূরের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

Link copied!