স্বর্ণের মিষ্টির কেজি সাড়ে ১৮ হাজার টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৯:১৯ পিএম

স্বর্ণের মিষ্টির কেজি সাড়ে ১৮ হাজার টাকা!

প্রতীকী নয়, ভারতের রাজধানী দিল্লির একটি দোকানে খাঁটি স্বর্ণে মোড়া মিষ্টি বিক্রি হচ্ছে। ‘গোল্ডেন মিঠাই’ নামের ওই মিষ্টির দাম প্রতি কেজি ১৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৮হাজার ৪৫০ টাকা। মিষ্টির দাম শুনে অবাক হওয়ার জোগাড় হলেও ক্রেতার অভাব হচ্ছে না দোকানির। পেয়েছেন অর্ডার, জমে উঠেছে তার ব্যবসা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে  বলা হয়, সম্প্রতি ওয়ে ডট ফুডি নামে এক ব্যক্তি তার ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, একটি দোকানে রাখা ‘গোল্ডেন মিঠাই’ নামে ওই স্বর্ণে মোড়ানো মিষ্টি প্রতি কেজি ১৬ হাজার রুপিতে বিক্রি হচ্ছে ।

ভিডিও’র শুরুতে শগুন নামে একটি মিষ্টির দোকানকে দেখানো হয়। দিল্লির মৌজপুর এলাকায় অবস্থিত ওই দোকানের এক কর্মচারী তাদের কাছে থাকা বিভিন্ন মিষ্টি ট্রের উপর সাজিয়ে উপস্থাপন করতে শুরু করেন। পরে তিনি একটি পাতলা আবরণ দিয়ে মিষ্টিগুলো মুড়িয়ে ফেলার পর সেগুলো ছোট ছোট করে কেটে সবাইকে পরিবেশন করেন। 

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বর্ণের মিষ্টি আপলোড হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। শুধু তাই নয়, তাদের অনেকেই এই মিষ্টি খেতে ‘সুস্বাদু’ বলেও কমেন্টস করেছেন।

তবে এতো দামী মিষ্টি খাওয়াকে অনেকে বোকামি বলেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আমি এই টাকা দিয়ে  নতুন একটি ফোনই কিনে ফেলতে পারি।’ অপর একজন মন্তব্যে লিখেছেন, ‘আমি সুবিধাবঞ্চিতদের অন্তত এক বেলা খাবার খাওয়াতে পারবো এই টাকা দিয়ে।’

Link copied!