হঠাৎ মাটি ধসে চিলিতে পাওয়া গেল ৬৬৫ ফুট গর্তের সন্ধান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২২, ০৫:১২ পিএম

হঠাৎ মাটি ধসে চিলিতে পাওয়া গেল ৬৬৫ ফুট গর্তের সন্ধান

দেখে মনে হবে কেউ যেন ইচ্ছাকৃত বিশাল একটি লাঠি পুঁতে দিয়েছিল মাটিতে। রাতারাতি তৈরি হওয়া প্রায় ৮২ ফুট ব্যাসের এমন একটি গহ্বরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রহস্য। দক্ষিণ আমেরিকার দেশ চিলির রাজধানী সান্তিয়াগোর থেকে প্রায় ৬৬৫ কিলোমিটার উত্তরে তৈরি হয়েছে গর্তটি।

চিলির যে স্থানে গহ্বরটি দেখা গিয়েছে, সেখানেই রয়েছে একটি তামার খনি। কিন্তু কানাডা ও জাপানের দুই সংস্থার মালিকানাধীন ওই খনির থেকেই এই গর্ত তৈরি হয়েছে কি না তা নিয়ে একেবারেই নিশ্চিত নন চিলির বিজ্ঞানীরা। গর্তটির আধ কিলোমিটারের মধ্যে কোনও জনবসতি নেই বলেই জানিয়েছে চিলি প্রশাসন।

প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের ধারণা গহ্বরটির গভীরতা অন্তত ৬৬৫ ফুট। গহ্বরটির তলায় রয়েছে প্রচুর পরিমাণ জলও। নেই কোনও ক্ষয়ক্ষতির খবরও। চিলির ‘ন্যাশনল সার্ভিস অব জিওলজি অ্যান্ড মাইনিং’-এর বিশেষজ্ঞরা গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার

Link copied!