জবাবদিহিতা না থাকায় বেনজীর ইস্যু: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২৪, ০৭:১৭ এএম

জবাবদিহিতা না থাকায় বেনজীর ইস্যু: মির্জা ফখরুল

প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় দেশে বেনজীর ইস্যুর মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। কোথাও কোনো জবাবদিহি নেই বলে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, “পত্রিকা খুললে শুধু লুট আর লুটের খবর। কারা লুট করছে? যারা বড় বড় কর্তা। সাবেক সেনাপ্রধান, পুলিশের সাবেক আইজি তারা কি করেছে? সংসদে ভদ্রলোক কয়জন খুঁজে পাবেন?”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংক লুট করছে। রিজার্ভের ডলার লুট করে নিয়ে যাচ্ছে। শেয়ার বাজারে রথি-মহারথিরা লুট করছে। তারা এত বড় মানুষ তাদের পাশে যাওয়া যায় না। কেউ দরবেশ, কেউ মাফিয়া, কেউ হুজুর। আজকে চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে ১৫০ ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে।”

এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘বর্গী’ হিসেবে চিহ্নিত করেন বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, “এই সরকার দেশপ্রেমিক নয়, বর্গী।”

মির্জা ফখরুল বলেন, “ক্ষমতাসীনরা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। জাতি এখন দ্বিধাবিভক্ত। জিয়াউর রহমান তো নিজে রাজনীতিতে আসেননি। তাকে নিয়ে আসা হয়েছিল। ‘৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ও তার নেতৃত্ব দেখে ‘৭৫ সালে সৈনিকরা তাকে ফের দায়িত্ব দিয়েছিলেন।”

Link copied!