বিজেপির পাল্লায় অঙ্কুশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:১৯ পিএম

বিজেপির পাল্লায়  অঙ্কুশ

বিজেপিতে যোগ দেওয়ার যেন ধুম লেগে গিয়েছে। একে একে করে অনেক অভিনেতা অভিনেত্রী যোগ দিয়েছেন বিজেপিতে। শোনা যাচ্ছে যে যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়ের পর নাকি অঙ্কুশ এবার বিজেপির খাতায় নাম লিখাবে। কিন্তু তিনি এটি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন।

বিজেপির উচ্চস্তরের নেতৃত্বরা নাকি যাতায়াত শুরু করেছেন অঙ্কুশের বাড়িতে। এ বিষয়ে তিনি বলেন,'আমার বাড়িতে কোনও দলেরই উচ্চ-নিম্ন স্তরের নেতৃত্ব আসছে না। এগুলো সম্পূর্ণ বাজে খবর।' সাথে তিনি বলেন, রাজনীতি নিয়ে আমার কোন বিশেষ জ্ঞান নেই। তবে আমি ঠিকি ভোট দেই, শুধুমাত্র দায়িত্ব পালনের খাতিরে।সেইজন্যই শ্যুটিং ফ্লোরের লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে রাজনীতির ময়দানে নিজেকে দেখতে পান না অভিনেতা।

কিন্তু সেটাই যদি হয়ে থাকে তবে তৃণমূলের হয়ে প্রচার কেন করেন অঙ্কুশ? তিনি এর উত্তরে বলেন  আমার কাছে রাজনৈতিক দলের থেকেও বড় সাধারণ মানুষ। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) যে ভাবে আমাদের সম্মান করেছেন, শিল্পীদের কথা ভেবেছেন, তাঁর জন্য আমি বিভিন্ন মঞ্চে গিয়েছি। মিমি আমার ভাল বন্ধু এবং সহকর্মী। তাই ওর জন্য প্রচার করেছি।

রাজনৈতিক প্রচারে রয়েছেন, রাজনীতিতে নেই। কারণ অভিনেতা মনে করেন, কাজ করতে হলে আলাদা করে ক্ষমতার প্রয়োজন হয় না। তিনি আরও বলেছেন, রাজনীতিতে যোগ না দিয়ে কাজ করার সব চেয়ে বড় সুবিধা হল, নিজের মতো করে কাজ করার স্বাধীনতা থাকে। কোনও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় না।

Link copied!