এবার ঈদে মুক্তির তালিকায় আছে শাকিব খান অভিনিত রাজকুমার সিনেমাটি । আরশাদ আদনান প্রযোজিত এই সিনেমাটি নিয়ে জোরদার আলোচনা চলছে নেটপাড়ায় । কিন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত রাজকুমারের পোস্টার নিয়ে হতাশ শাকিবিয়ানরা ।
এবার ঈদে লাইম লাইটের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ । ঈদুল ফিতরে মুক্তির যুদ্ধে দৌড়াচ্ছে রাজের তিন ছবি । এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাজ ও বুবলি অভিনিত সিনেমা দেয়ালের দেশ । এই সিনেমার টিজার ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে । পাশপাশি রাজের ওমর ও কাজল রেখা সিনেমা নিয়েও দর্শকের অনেক বেশি আগ্রহ দেখা যাচ্ছে ।
ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাজল রেখা’ সিনেমা। এটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নবাগতা মন্দিরা চক্রবর্তী, মিথিলা, খায়রুল বাসার, সাদিয়া আয়মান সহ আরও অনেকে ।
অন্যদিকে রাজের ওমর সিনেমাটি নির্মান করেছেন মোস্তফা কামাল রাজ ।সম্প্রতি ওমর সিনেমার এক টিজাএ প্রকাশিত হয়েছে। দেড় মিনিটের টিজারটি নজর কাড়তে সক্ষম হয়েছে সিনেপ্রেমিদের। এতে দেখা গেছে, সোমেশ্বর আলীর লেখা `আমার দুই নয়নের মণি তুই `গানে আরফিন রুমির কণ্ঠের সঙ্গে রহস্য, খুন, সাসপেন্স আর রাজ-দর্শনা বণিকের নাচের ঝলক। প্রকাশিত ওমরের একঝলক দেখেই ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।
এবারের ঈদে মুক্তির তালিকায় দুটি ভৌতিক সিনেমাও রয়েছে । একটি হচ্ছে নির্মাতা ইকবালের ডেডবডি এবং অন্যটি মোনা: জ্বীন-২ । দুটি সিনেমাতেই একঝাক তারকার উপস্থিতি দেখা যাবে ।
এছাড়াও মুক্তির তালিকায় আছে মায়া দ্য লাভ , লিপস্টিক, সোনার চর, আহারে জীবন, পটু, এশা মার্ডার এবং মেঘনা কন্যা । শেষ পর্যন্ত কোন কোন সিনেমা মুক্তি পাবে তা দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র ।