গাঁটছড়া বাঁধতে চলেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অনুপম রায়। সঙ্গী সংগীতশিল্পী প্রস্মিতা পাল।
বহুদিন ধরেই অনুপম-প্রস্মিতার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে দুজনেই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। অবশেষে গুঞ্জন সত্যি করে জানিয়ে দিলেন সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তারা।
আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রস্মিতা-অনুপম, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। দুই পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারবেন বলে জানিয়েছেন তারা।
কম্পিউটার সায়েন্সে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন কলকাতার মেয়ে প্রস্মিতা। পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয়।
জনপ্রিয় ভারতীয় সিনেমা ‘বোঝে না সে বোঝে না’তে গান গেয়ে গানের জগতে সাড়া তোলেন প্রস্মিতা। ছবিতে প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ গানটি বেশ জনপ্রিয়তা পায়।
এছাড়াও প্রস্মিতার গাওয়া ‘হতে পারে না’, ‘আসো না’, ‘পারবো না’ এই গানগুলো বেশ জনপ্রিয়।
কোয়েল-পরমব্রত অভিনীত ‘হাইওয়ে’ সিনেমায় প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন।
ভারতীয় সংবাদপত্র আনন্দবাজারকে প্রস্মিতা বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হলো যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই। নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভাল থাকলে আমরা ভালই থাকব।’
অন্যদিকে বিয়ের ব্যাপারে জানতে চাইলে অনুপম বলেন, ‘দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’