নাটক দেখে কাটিয়ে দিন ভালবাসা দিবস

সানজিদা হোসেন

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৩:০১ পিএম

নাটক দেখে কাটিয়ে দিন ভালবাসা দিবস

ছবি: সংগৃহীত

এবার ভালবাসা দিবস কিংবা বসন্ত বরণে যদি কোথাও বের না হবার পরিকল্পনা থাকে তাহলে আপনার জন্য রয়েছে বিনোদনের ভিন্ন মাধ্যম। কেননা সারাদিনই ভালবাসা নিয়ে নাটক দেখতে পারবেন ঘরে বসেই। ফাল্গুন ও প্রেম দিবসকে ঘিরে এবার যেন উৎসবে পরিণত হয়েছে বিনোদন পাড়া। ১৪ই ফেব্রুয়ারিতে দর্শকদের আকৃষ্ট করতেই তারকা, গল্প, চরিত্র দিয়ে  বৈচিত্র্য  আনার চেষ্টা করেছেন নির্মাতা ও প্রযোজকরা।

গতবছরের তুলনায় নাটকের সংখ্যা এবার বেশি। ইউটিউব ও টিভি চ্যানেলগুলোকে কেন্দ্র করে ১৪ ফেব্রুয়ারিতে  মুক্তি পাচ্ছে  বেশ কয়েকটি নাটক। এবার সবচেয়ে বেশি নাটক নির্মিত হয়েছে  ইউটিউবে সরাসরি প্রচারের জন্য।

প্রতি বছর ক্লোজআপ  নিয়ে আসে তিনটি ভ্যালেন্টাইন স্পেশাল, "ক্লোজআপ কাছে আসার গল্প" ট্যাগলাইনে। ক্লোজআপ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে "ক্লোজআপ প্রতিদিনের কাছে আসার গল্প" নামে এবং সাথে আছেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান।

জনপ্রিয় ইউটিউব চ্যানেলের মধ্যে সিএমভি, সুলতান এন্টারটেইনমেন্ট, সিডি চয়েস, জি-সিরিজ, একান্ন মিডিয়া, সিনেমাওয়ালা, কেএস এন্টারটেইনমেন্ট সহ ২০টির মতো  চ্যানেল বেশকটি নাটক প্রচার করবে। ছয়টি নাটক প্রচারিত হবে সিএম ইউটিউব চ্যানেলে।

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে টেলিভিশনগুলো ভিন্ন আয়োজনে ব্যস্ত। একাধিক নাটক প্রচার করবে টিভি চ্যানেলগুলো।  এনটিভি তে প্রচারিত হবে তিনটি নাটক, মাছরাঙাতে একটি এবং বাংলাভিশনে তিনটি। ভালবাসা দিবসে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘তোমার পাশে থাকতে চাই’। রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে। মাহমুদুর রহমান হিমি’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, তানজিন তিশা ও আরো অনেকে।

লাভবাজ’ : ‘ব্যাডবাজ’ ও ‘গুডবাজ’- এর ধারাবাহিকতায় এবার কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন ‘লাভবাজ’। অভিনয়ে সাফা কবির, ফারিন খান, শাশ্বত দত্ত, জিয়াউল হক পলাশ, সরাফ আহমেদ জীবন, পারসা ইভানা প্রমুখ। মুক্তি পাবে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট চ্যানেলে। ‘ছায়ার প্রাচীর’ : রচনা রোমেল ইশতিয়াক, পরিচালনা ফিরোজ কবির ডলার। অভিনয়ে রোমেল ইশতিয়াক, নাফিসা, বাপ্পী আশরাফ, মিজানুর রহমান খান। টিভিতে প্রচারের পর ইউটিউব চ্যানেল ‘কাঠগোলাপ’-এ মুক্তি পাবে।

বাপ্পী খান পরিচালিত বুক পকেটে প্রেম’ এ অভিনয় করেছেন শাশ্বত দত্ত, মাফতুহা জান্নাত জিম। ‍‍`সুফিয়া নূর’- পরিচালনায় রুবেল আনুশ। অভিনয়ে ছিলেম শাশ্বত দত্ত, মাফতুহা জান্নাত জিম। ‍‍`পাব কি তারে’- পরিচালনায় তৌহিদ হক। অভিনয়ে ফারিন খান, সৈয়দ জামান শাওন। সবগুলো  নাটকই টিভিতে প্রচারিত হওয়ার পর ইউটিউবেও দেখা যাবে।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে ‘লাভবাজ, ‘তুমিহীনা, ‘আনারকলি, ‘ভ্লগার মিতু, ‍‍`পাষান‍‍` ‘যাওয়া আসার মাঝে, ‘পারবো না ছাড়তে তোকে, ‘একটা ছেলে মনের আঙ্গিনাতে, ‘লাভলেস’, ‘বুক পকেটের গল্প’, ‘আলোর জোনাকি’, ‘বিশ্বাস’, ‘পরিচয়’, ‘চোখটা আমাকে দাও’, ‘ফিরব বলে’, ‘প্রেমের পাগলামি’সহ এক শর বেশি নাটক। সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পীরাই বেশির ভাগ নাটকে অভিনয় করেছেন।

Link copied!