নিজের নামে গরুর নাম, যা বললেন জায়েদ খান

শোবিজ ডেস্ক

জুন ৮, ২০২৪, ১০:৫০ এএম

নিজের নামে গরুর নাম, যা বললেন জায়েদ খান

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে  জমে ওঠে পশুর হাট। আর এসব হাটে প্রায়ই দেখা যায় সেলিব্রেটিদের নামে রাখা হয় পশুদের নাম। এ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।

সংবাদমাধ্যমে জায়েদ খান বলেন, “আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হয়, করুক না। আমার এতে কোনও সমস্যা নেই।”

জায়েদ খান আরও বলেন, “কুরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হতে দেখেছি।”

আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না উল্লেখ করে চিত্রনায়ক জায়েদ খান বলেন, “নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোনও শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।”

Link copied!