এমি অ্যাওয়ার্ড জয়ী টিভি সিরিজ সাকসেশন। ক্ষমতা, অর্থ আর পরিবার এই নিয়েই চিত্রনাট্য সাকসেশনের।যারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চান, সফল ব্যবসায়ী হতে চান, বিনিয়োগ করতে চান নিঃসন্দেহে সিরিজটি আপনাদের বেশ ভালো কাজে দিবে।
সাকসেশন সিরিজটি রুপার্ট মারডক নামে এক ধনী ধনকুবেরের ওপর বেস করে নির্মিত। রুপার্ট মারডককে অনেকেই চেনেন, তবুও যারা জানেন না তাদের স্পয়লার না দিয়ে এতটুকুই বলি। রুপার্ট মারডক দুনিয়ার অন্যতম মিডিয়া মোঘল কিংবা বলা চলে মিডিয়া সম্রাটদের একজন।
উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের একটা পত্রিকা পেয়েছিলেন মারডক। ‘দ্য বয় পাবলিশার’ হিসেবে খ্যাতি পাওয়া মারডক এই পত্রিকাকেই আন্তর্জাতিক গণমাধ্যমে রূপান্তরের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন আর শুধু স্বপ্নই থাকেনি, মারডক সেটিকে রূপান্তর করেছেন সুবিশাল সাম্রাজ্যে। আজকের দিনে বিশ্বব্যাপী বিস্তৃত ফক্স ও স্কাই টেলিভিশন নেটওয়ার্ক মারডকের ব্রেইন চাইল্ড।
সাকসেশন সিরিজটি মারডকের জীবনী নিয়েই নির্মিত। সেখানে দেখানো হয় তার বয়সের শেষের দিকে, ক্যারিয়ার যখন শেষ পথে তখন তিনি চিন্তায় পড়ে যান, কে তার এত বড় সম্রাজ্য সাকসিড করতে পারবে? কাকে তিনি কোম্পানির সিইও বানাবেন?
চিন্তার এই দ্বন্দ্ব যতটা না জটিল তারচেয়েও জটিল তার চার সন্তানের মধ্য থেকে একজনকে বাছাই করা।
এই সিরিজটি অনেক রিচ হাই লাইফকে নিয়ে নির্মিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে এই সিরিজের চিত্রধারণ করা হয়েছে।
ম্যানহাটন নিউ ইয়র্কের সবচেয়ে রিচেস্ট পার্ট। সিরিজটিতে ম্যানহাটনের রিচ, এলিট লাইফটাকে খুব ভালো ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
চিন্তা করুন ম্যানহাটনের সেই রিচ এলিটদের টপ এক পারসেন্টদের হিসাব, তাদের নিয়েই এই সিরিজটি।
এখানে সুপার রিচদের জীবন যেরকম সেই আবহটা ঘরে বসেই আপনি পাবেন। সিরিজটির ক্যারেক্টার, সাউন্ড , সিনেমাটোগ্রাফি আপনাদের সেই দুনিয়াতে নিয়ে যাবে।
সিরিজটির একটা রি ওয়াচ ভ্যালু আছে মানে যতবার দেখবেন ঠিক ততটা আরও ডিটেইল ধরতে পারবেন।
একটা গ্রেট মুভি, গ্রেট টিভি শো যতটা না চিত্রনাট্যের উপর নির্ভরশীল তার চেয়েও বেশি ডিপেন্ড করে ক্যারেক্টারের পারফর্মিংয়ের উপর।
আমি বলছি না সাকসেশন অনেক ‘আউট অফ দা বক্স’ কোনো সিরিজ।
কিন্তু অনেক অনেক ডিটেইল যেখানে প্রতিটি ক্যারেক্টার খুব সূক্ষ্ম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একমুহূর্তের জন্যেও মনে হবে না এই ৪ সিজনের সিরিজটি অফ করে দিয়ে অন্য কিছু দেখার। একবারে দেখে উঠবেন, গ্যারেন্টি!