আজ থেকে শুরু হচ্ছে নুহাশের প্রথম হরর সিরিজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২২, ১০:৩১ এএম

আজ থেকে শুরু হচ্ছে নুহাশের প্রথম হরর সিরিজ

হরর ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে নুহাশ হুমায়ূন নির্মাণ করেছেন অ্যান্থোলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই সিরিজ। ‘মাছ রাঁধলে পেত্নী আসে’ এই প্রচলিত লোককথা থেকে ‘ষ’ এর প্রথম পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’।

প্রথম এপিসোড 'এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ' আজ রাত ১০টা ৫৯ মিনিটে চরকির পর্দায় দেখা যাবে।

এটি নুহাশ হুমায়ূনের তৈরি প্রথম ওয়েব সিরিজ।

একাকী যুবক একদিন বাসায় মাছ রাঁধতে গিয়ে আবিষ্কার করে এক রহস্যময়ী আগন্তুককে। কিন্তু সেই বিল্ডিংয়ে তো মেয়ে নিষেধ। তবে কোথা থেকে আসলো সেই মেয়ে। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’-এর গল্প।

৪ পর্বের তারকাবহুল এ সিরিজের এই পর্বে মূল ভুমিকায় দেখা যাবে সোহেল মন্ডল ও শিরিন আক্তার শিলাকে।

পরিচালক নুহাশ বলেন, “কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে এক স্ক্রিন আনার সময় এসেছে। এই গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে। পেটকাটা ‘ষ’-তে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।”

Link copied!