আল আকসা নিয়ে পোস্ট: মার্কিন সুপার মডেলের ইনস্টাগ্রাম বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২২, ১০:৪৩ এএম

আল আকসা নিয়ে পোস্ট: মার্কিন সুপার মডেলের ইনস্টাগ্রাম বন্ধ

জেরুজালেমে মুসলমানদের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের বর্বরতা নিয়ে পোস্ট দেওয়ায় মার্কিন সুপার মডেল বেল্লা হাদিদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম।


ফিলিস্তিন বংশোদ্ভূত এই মার্কিন সুপার মডেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমার যে কোনো পোস্ট ১০ লাখ ফলোয়ার দেখেন।”

তুরষ্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানা যায়, বেল্লা হাদিদ বলেছেন, “আল-আকসায় অবৈধ ইহুদি বসতকারী ও ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিয়ে একটি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটি ডিসঅ্যাবল হয়ে যায়।”

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাশন ম্যাগাজিন হারপার্স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে  সুপার মডেল বেল্লা হাদিদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের কথা জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে মসজিদটিতে ইসরাইলি পুলিশের হামলায় আহত হন দেড় শতাধিক ফিলিস্তিনি। ওই সময় গ্রেপ্তার করা হয় শতাধিক ফিলিস্তিনিকে। এই হামলার পর গতকাল রবিবার আবারও ওই মসজিদে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।  

আলজাজিরার খবরে বলা হয়, মসজিদে যে তিন ঘণ্টার মধ্যে অমুসলিমদের প্রবেশের অনুমতি নেই সেই সময় ইসরাইলি পুলিশ এই অভিযান চালিয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েলের উগ্র ডানপন্থি ইহুদি গোষ্ঠী রিটার্ন টু টেম্পল মাউন্ট আল-আকসা মসজিদে প্রবেশ ও ছাগল বলি দেওয়ার জন্য পুরস্কার ঘোষণার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে। এটি ইহুদি ধর্মের একটি রীতি হলেও মসজিদে নিষিদ্ধ। মসজিদে ছাগল বলির ঘটনা না ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়। আর এতেই  উত্তেজনা বেড়ে চলেছে। আল-আকসায় রবিবার উত্তেজনার জন্য ইসরাইলকে দায়ী করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

Link copied!