করোনায় হাজার হাজার উপস্থিতি নিয়ে দেবের প্রচারণা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২১, ০৪:৪১ পিএম

করোনায় হাজার হাজার উপস্থিতি নিয়ে দেবের প্রচারণা

যেখানে পুরো বিশ্বব্যব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রকোপ চলছে সেখানে ভারতে বিভিন্ন রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের প্রচারনা। নির্বাচনী প্রচারণায় জনসমাগমে বাড়ছে করোনার ঝুঁকি। তবুও হাজার হাজার উপস্থিতি নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে টলিউড সুপারস্টার এবং সাংসদ দেব।

অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনার ভয়াবহতা বেড়েই চলেছে এটা অজানা নয়। বলা যায়, করোনার থাবায় ভারত মৃত্যুপুরীতে পরিণত হওয়ার দিকে যাচ্ছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে করোনায়। তবুও সচেতন নন দেশবাসীরা। নির্বাচনকে কেন্দ্র করে সমানভাবে প্রচারণা চালাচ্ছেন এমপিরা। সেই তালিকায় রয়েছেন সাংসদ-অভিনেতা দেব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদিনই প্রচারে নামছেন তিনি। সেখানে জমায়েত হচ্ছে হাজার হাজার মানুষ।

নির্বাচনের প্রচারণায় দেব একদিকে নিজের দলের জন্য ভোট চাচ্ছেন, আরেকদিকে সবাই মাস্ক পড়তে অনুরোধ করছেন। তিনি এটিও দাবি করেছেন, যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে সেখানে লকডাউন করে অন্তত সেখানকার মানুষদের বাঁচানোর চেষ্টা করা হোক কিন্তু তার এমন কার্যাবলিতে চটেছেন অনেকেই। কারন যেখানে এত মানুষের একত্রে সমাগম সেখানে মাস্ক কতটুকুই বা কার্যকরি। দেবের এই প্রচারণাকে কেন্দ্র করে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘দাদা আর কতো লোক মারা গেলে জমায়েত থামাবেন? প্লিজ একটু বুঝুন।’ আরেকজন লিখেছেন, ‘এদের দেখলেই বোঝা যায় ভারতে কেন করোনা এত বাড়ছে।’ অন্য একজন লিখেছেন, ‘দেব শোভা না করলে কি হচ্ছে না? করোনার মধ্যে মানুষ আরও মরবে এই শোভায়। আর বলা হচ্ছে শুধু মাস্কের কথা।’ এরসাথে আরেকজন লিখেছেন, ‘এখন কি আসলেই সভা করা উচিত? তুমি নিজের বিবেককে প্রশ্ন করো।’ এভাবেই রেগে গিয়ে মন্তব্য করেছেন অনেকেই। কিন্তু এসব না দেখে প্রতিদিনই প্রচারের জন্য মাঠে নামছেন দেব।   

Link copied!