কলকাতায় এবার উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২২, ০৯:৫৩ এএম

কলকাতায় এবার উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার

কলকাতায় টলিউড পড়ায় আবারও শোকের ছায়া নেমে এসেছে। এবার বাড়ি থেকে এক মেকআপ শিল্পী কাম উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। কসবার বাসিন্দা সরস্বতী দাস নামে ওই মেকআপ শিল্পীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বছর ১৯-এর সরস্বতী দাস পেশায় একজন মেকআপ আর্টিস্ট। শনিবার রাতে কসবায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। তবে আচমকা আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে তারা।

আনন্দবাজার, আজকালসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সরস্বতী দাস কসবার বেদিয়াডাঙা এলাকার বাসিন্দা। ছেলেবেলায় বাবা ছেড়ে চলে গিয়েছিলেন। মা-মাসির কাছে বড় হয়ে উঠেছেন সরস্বতী। কসবায় মামার বাড়িতে থাকতেন সরস্বতী দাস।

গত শনিবার দিদিমার সঙ্গে একাই ছিলেন তিনি। তিনিই প্রথমে সরস্বতীর ঝুলন্ত দেহ দেখতে পান। পারিবারিক সূত্র জানায়, মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন সরস্বতী দাস। সাজাতেই ভালবাসেন। মেকআপ আর্টিস্ট হিসেবেই তাঁর পরিচিত হোক, এমনটাই চাইতেন সরস্বতী। ১৯ বছর বয়সি এই উঠতি মডেল সম্প্রতি কয়েকটি ফটোশুটের কাজ করেছিলেন। তবে কেন তিনি আত্মঘাতী হলেন তা এখনও জানাতে পারেনি পুলিশ। তারা সরস্বতীর মৃত্যুর কারণ  নিয়ে তদন্তে করছে। ইতিমধ্যেই তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে কলকাতায় এ নিয়ে চারজন মডেল ও অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।

প্রসঙ্গত, গত ১৫ দিনের মধ্যে পরপর ৪ জন মডেল, অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।প্রথমে পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ করা উদ্ধার হয়। গত বুধবার নাগেরবাজারের বাড়ি থেকে আর এক উঠতি মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর।তাদেরসহ এবার সরস্বতীর আস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ১৫ দিনে গ্ল্যামার জগতের যে চারজনের মৃত্যু হয়েছে, চারজনেরই গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়।তাদের মৃত্যু উঠেছে নানা প্রশ্ন।নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন কি না, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। 

Link copied!