নারী টিকটকারের ৩ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ০৯:২৬ পিএম

নারী টিকটকারের ৩ বছরের কারাদণ্ড

মিশরের জনপ্রিয় এক টিকটক তারকাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর বিবিসি’র।

কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিকটক তারকা হানিম হোসামের বিরুদ্ধে মানবপাচারের গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ওই কারাদণ্ড দেয়।

মিশরের  এই টিকটক স্টারের  প্রায় ৯ লাখ ফলোয়ার রয়েছে।  মূলত গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নেচে ভিডিও টিকটকে শেয়ার করতেন। 

হানিম তাঁর ফলোয়ারদের অন্য একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম লাইকিতে যুক্ত হওয়ার জন্য বলতেন।  ২০২০ সালের এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় হানিম হোসাম অভিযোগ করেন, অনেকে তাঁর ভিডিও লাইভ করে অর্থ উপার্জন করছে। 

ওই বছরের জুলাই মাসে কায়রোর অর্থনৈতিক আদালত হানিম হোসাম এবং অন্য একজন টিকটক স্টার মাওদা আল আদহামের বিরুদ্ধে পারিবারিক মূল্যবোধ এবং নীতি লঙ্ঘনের অভিযোগ এনে দুই বছরের কারাদণ্ড দেন। পাশপাশি ৩ লাখ মিশরীয় পাউন্ড জরিমানা করে ওই আদালত। 

পরবর্তীতে ২০২১ সালের জানুয়ারিতে তারা জামিল পেলেও ওইসময় আইনজীবীরা তাঁদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনে। পাশপাশি ওই সময়ে এক নারী অভিযোগ করেন, তারা মিশরের সামাজিক রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যম লাইকিকে প্রমোট করছে এবং ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও শেয়ার করছে।

২০২১ সালের জুন মাসে কায়রোর অপরাধ আদালত ওই দুই টিকটকারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে পায়। এরই পরিপ্রেক্ষিতে হোসামকে ১০ বছরের এবং আদহামকে ৬ বছরের কারাদণ্ড দেয় ওই আদালত। পরবর্তীতে আদালত হোসামের সাজার মেয়াদ পুনর্বিবেচনায় নিয়ে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেয়। 

Link copied!