নিজের বায়োপিক কেন চান না মিঠুন চক্রবর্তী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৫, ২০২২, ১২:৫৫ পিএম

নিজের বায়োপিক কেন চান না মিঠুন চক্রবর্তী

টলিউড কিংবা বলিউড- তাঁর সুপারহিটের তালিকা দীর্ঘ। কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়ে নিজের দক্ষতায় সিনেমার জগতে নিজের জায়গা তৈরি করেছেন মিঠুন চক্রবর্তী। কিন্তু সেই জমকালো জীবনের পেছনেও আছে কষ্ট, অপমান, যন্ত্রণা। সম্প্রতি মিঠুন চক্রবর্তী তাঁর জীবনের কিছু কঠিন সময়ের কথা বলেছেন ভারতীয় সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’ অনুষ্ঠানে। বায়োপিক যাতে নির্মাণ না করা হয় সেটাও বলেছেন কঠোরভাবে।

মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি চাই না আমার বায়োপিক নির্মিত হোক। কারণ আমার জীবনে যা ঘটে গেছে তা যেন অন্য কারও জীবনে না ঘটে। অনেকেই তো নানা রকম কষ্ট করে এসেছেন। এখনো কেউ কেউ করছেন। কিন্তু আমাকে ভয়াবহ পথ পাড়ি দিতে হয়েছে। আমাকে আমার গায়ের রং নিয়ে কটাক্ষ করা হতো।

অনেক বছর আমাকে এ অপমান সহ্য করতে হয়েছে। এমনও দিন গেছে আমাকে খালি পেটে ঘুমাতে হয়েছে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি। দুপুরে কি খাব বা খাবার পাব কি না তা ভাবতে হয়েছে। অনেক দিন আমি ফুটপাথে ঘুমিয়েছি। আমি চাই না এসব পর্দায় উঠে আসুক।’ এ কারণেই চান না তার বায়োপিক বানানো হোক। তিনি বলেন, ‘আমি চাই না আমার জীবনের মতো অন্য কেউ এমন কষ্ট দুর্দশা ভোগ করুক। হিট সিনেমা দিয়েছি বলে আমি লেজেন্ড নই। নিজেকে কখনো লেজেন্ড ভাবি না, কারণ আমি সব কষ্ট আর জীবন সংগ্রাম পার করে এসেছি।’

Link copied!