ভারতের কলকাতা বইমেলা চত্বরে চুরির অভিযোগে টলিউড ও বলিউডের এক অভিনেত্রী গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে রূপা দত্ত নামে ওই অভিনেত্রীকে আটক করে কলকাতা পুলিশ।
পুলিশ জানায়, রূপা দত্ত স্বীকার করেছেন তিনি বিভিন্ন হাইপ্রোফাইল অনুষ্ঠান এবং জনবহুল জায়গায় উপস্থিত হয়ে পকেট মারতেন। তার ব্যাগ থেকে শনিবার প্রায় ৭৫ হাজার রুপি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাদ্যমের খবরে বলা হয়, শনিবার বইমেলায় যখন পুলিশ টহল দিচ্ছিল, সেই সময় এক পুলিশ আধিকারিক লক্ষ্য করেন, এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছে। সেই সময় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি এই ব্যাগ ফেলে কোথায় যাচ্ছেন? কিন্তু তার সদুত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ হয়।
এরপর মহিলা পুলিশ নিয়ে এসে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। আর তাতেই দেখা যায়, ওই মহিলার ব্যাগের মধ্যে রয়েছে অনেক মানিব্যাগ। তার মধ্যে প্রচুর টাকাও রয়েছে। তখন পুলিশের সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানায় মহিলাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এতগুলো মানিব্যাগ তার কাছে কীভাবে এল, তার সদুত্তর দিতে পারেনি তিনি। অবশেষে জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেন, মহিলা বিভিন্ন মেলায় , বড় অনুষ্ঠানে, জনবহুল জায়গায় ঘুরে ঘুরে কেপমারি করত। তার ব্যাগ থেকে গতকাল প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়।
কিন্তু পুলিশ অবাক হয়ে যান যখন জানতে পারেন ওই মহিলা একজন অভিনেত্রী। তাঁর কাছ থেকে যে ডাইরি উদ্ধার হয়েছে, তাতে কবে কত টাকা সে পকেট মেরে পেয়েছে তার হিসাব রয়েছে। কিন্তু কেন তিনি এমন কাজ করছেন, সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে, অভিনেত্রী রূপা দত্ত একটি বড় চক্রের অংশ বলেই অনুমান পুলিশের।